বাহরাইনে প্রবাসী সাংবাদিককে বিএনপি নেতার হুমকি, বিশ্বজুড়ে ক্ষোভ-প্রতিবাদ
বাহরাইনে প্রবাসী বাংলাদেশি এক সাংবাদিককে স্থানীয় বিএনপি নেতার হুমকি দেওয়ার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী সাংবাদিক ও সংগঠনগুলো নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বাহরাইনে প্রতিবাদ সভা ছাড়াও কাতার, লেবানন, যুক্তরাজ্য, সৌদি আরব, জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশি সাংবাদিক সংগঠনগুলো বিবৃতিতে কেন্দ্রীয় বিএনপির নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেছে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় রাজধানী মানামার একটি হোটেলে প্রতিবাদ সভা করে ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বাহরাইন’ (বিএমএসএফ)।
সভায় অভিযোগ করা হয়, বৃহস্পতিবার সামাজিক সংগঠন ‘বরিশাল জনকল্যাণ সমিতির’ ইফতার মাহফিল চলছিল। এতে নেতাদের ‘পদ-পদবি উল্লেখ না করার কারণে’ বাহরাইন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চন্নুর দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান দলটির নতুন সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনসহ আরও কয়েকজন।
এসময় সংবাদ সংগ্রহ করতে আসা যমুনা টেলিভিশনের বাহরাইন প্রতিনিধি মো. স্বপন মজুমদারকেও হুমকি দেন ও ক্যামেরা ভাঙার চেষ্টা করেন নাছির।
এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবি তুলে বিএমএসএফ জানায়, “দূতাবাসের শ্রম সচিব মো. মাহফুজুর রহমানের উপস্থিতিতে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়, তা প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে কলঙ্কিত করেছে। এমন আক্রমণ মুক্ত-গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি।”
বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্ন বলেন, “প্রতিবছরই আমরা পবিত্র রমজান মাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করি। এবার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে কখনো ভাবিনি। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি লজ্জিত ও ক্ষমা চাচ্ছি।”
বাহরাইন বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন কচি বলেন, “আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না এবং দেব না। সংবাদকর্মী তার পেশাদারিত্বের পরিচয় দিতে গিয়ে হেনস্তা, অপমান ও আক্রমণের শিকার হয়েছেন, এটা কখনো সহ্য করা যাবে না।”
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ