বাহরাইনে প্রবাসীদের সেবায় বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ক্যাম্প
বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের কাছে সেবা পৌঁছিয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার দেশটির হিদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ক্যাম্পে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি বাহরাইনের শ্রম মন্ত্রণালয়, শ্রমবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (এলএমআরএ), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রতিনিধিরা অংশ নেন।
ক্যাম্পে উপস্থিত থেকে প্রবাসীদের সমস্যার কথা শোনেন ও তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।
প্রবাসীদের কাছের স্থানে সেবা পৌঁছে দিতে আয়োজিত এই মোবাইল ক্যাম্পে পাসপোর্ট নবায়ন, জন্মনিবন্ধন, আইনি সহায়তা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (ডব্লিউইডব্লিউবি) সদস্যপদ নিবন্ধন এবং বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন কনস্যুলার সেবা সরবরাহ করা হয়।
এছাড়াও, প্রবাসীদের মাঝে বাহরাইনের প্রচলিত আইন, ট্র্যাফিক বিধি, ভিসা সংশোধন প্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য ও পরামর্শ প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তিনি বলেন, “প্রবাসীদের সেবায় দূতাবাস সর্বদা আন্তরিকভাবে কাজ করছে। সচেতনতাই প্রবাসজীবনকে নিরাপদ করতে পারে।”
দূতাবাস সূত্রে জানা গেছে, এ মোবাইল ক্যাম্পের সেবাগুলো বিশেষভাবে হিদ, গালালি, আরাদসহ আশপাশের এলাকার প্রবাসীদের জন্য সহজলভ্য করে তোলা হয়। এতে বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন এবং সেবা গ্রহণ করেন।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ