বাহরাইনে অবৈধভাবে থাকা ও কাজ করা প্রবাসী কর্মীদের বিরুদ্ধে কড়াকড়ি অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
সর্বশেষ তথ্যমতে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত বাহরাইনের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ও ফরেনসিক বিভাগ ১,৮৪৪ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে।
এছাড়া বিভিন্ন অপরাধের অভিযোগে আরও ১৫৬ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।
সরকার বলছে, এ ধরনের অভিযান জননিরাপত্তা নিশ্চিত করা, আইন মানা বাধ্যতামূলক করা এবং সবার অধিকার রক্ষা করার অংশ হিসেবে নেওয়া হচ্ছে।
কর্মকর্তারা জানান, বাহরাইনের বসবাস ও শ্রম আইনের নিয়ম-কানুন সবাইকে মেনে চলতে হবে। সন্দেহজনক কিছু দেখলে নাগরিকদের উপযুক্ত চ্যানেলের মাধ্যমে তা রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে।
প্রয়োজনে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ