বাংলা প্রেসক্লাব অফ মিশিগানের নতুন নেতৃত্ব: সভাপতি সাহেদুল, সম্পাদক সোহেল
যুক্তরাষ্ট্রে বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলা প্রেস ক্লাব অফ মিশিগান-এর এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘ঠিকানা’ পত্রিকার প্রতিনিধি সৈয়দ সাহেদুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন ‘টিবিএন২৪’ টেলিভিশনের প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল।
গত শনিবার (২৪ মে) ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টের হলরুমে সাধারণ সভা ও কাউন্সিল বৈঠকের মাধ্যমে কণ্ঠভোটে এই কমিটি নির্বাচিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি শামীম আহসান এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক ও সাংবাদিক আশিক রহমান।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন:
সহ-সভাপতি: এনটিভির সেলিম আহমেদ ও জনকণ্ঠের রফিকুন হাসান চৌধুরী তুহিন
যুগ্ম সম্পাদক: সাহেল আহমেদ (বাংলাভিশন)
সাংগঠনিক সম্পাদক: মৃদুল কান্তি সরকার (সিনিয়র রিপোর্টার, সুপ্রভাত মিশিগান)
কোষাধ্যক্ষ: সোলাইমান আল মাহমুদ (জালালাবাদ)
প্রচার সম্পাদক: মাহফুজুর রহমান শাহীন
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:
শামীম আহসান (সাবেক সভাপতি), কামরুজ্জামান হেলাল (আরটিভি), আশিক রহমান (ডিবিসি ও জাগো নিউজ), সৈয়দ আসাদুজ্জামান সোহান (গ্লোবাল টিভি), দেওয়ান কাওসার (ফ্রিল্যান্সার)।
এছাড়া সংগঠনের সম্মানিত সদস্যদের মধ্যে আছেন:
চিন্ময় আচার্য্য (সাবেক সভাপতি ও সম্পাদক, সুপ্রভাত মিশিগান), মোস্তফা কামাল (সাবেক সম্পাদক), কবি ও ছড়াকার মুজিবুর রহমান শাহীন এবং সাংবাদিক তাসনিয়া তাবাস্সুম আলভী (দৈনিক সময়ের আলো)।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন যে, নতুন নেতৃত্ব প্রবাসী সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে এবং দেশের সাথে প্রবাসের তথ্যসংযোগ জোরদার করবে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


