বাংলাদেশ-সৌদি বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জেদ্দা কনস্যুলেটের উদ্যোগ
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। এ লক্ষ্য বৃহস্পতিবার (২২ মে) জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
বৈঠকে জেদ্দা চেম্বারের ভাইস চেয়ারম্যান রাঈদ ইব্রাহিম আল-মুদাইহিম, ভাইস চেয়ারম্যান ঈমাদ মোহাম্মদ আল-আবৌদ এবং অন্যান্য সদস্যরা অংশ নেন। বাংলাদেশের পক্ষ থেকে কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা উপস্থিত ছিলেন।
আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধির সুযোগ এবং খাতভিত্তিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কনসাল জেনারেল জানান, সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, প্লাস্টিক সামগ্রী, হিমায়িত মাছ, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, চা এবং হালাল মাংসের রপ্তানি ক্রমশ বাড়ছে। এই পণ্যের বহুমুখীকরণে আরও উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দুই দেশের চেম্বার অব কমার্সগুলোর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তাব দেন।
বৈঠকে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) খাত এবং বড় আকারের তরুণ জনশক্তি সম্পর্কে সৌদি পক্ষকে অবহিত করা হয়।
উল্লেখযোগ্যভাবে, দুই দেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপনের এই সময়ে সৌদি আরবের ভিশন ২০৩০ ও আসন্ন ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সৌদি মেগা প্রকল্পে বাংলাদেশের প্রযুক্তি ও শ্রমশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—এমন আশাবাদ ব্যক্ত করা হয়।
রেড সি গেটওয়ে টার্মিনাল, সৌদি-বাংলাদেশ শিল্প ও কৃষি বিনিয়োগ কোম্পানি (SABINCO) সহ নবায়নযোগ্য জ্বালানিসহ সম্ভাবনাময় খাতগুলোতে আরও সৌদি বিনিয়োগ আহ্বান জানানো হয়।
কনসাল জেনারেল বাংলাদেশের বিনিয়োগবান্ধব নীতিমালার উল্লেখ করে বলেন, ইকনমিক জোনগুলোতে সৌদি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল।
সৌদি পক্ষ থেকেও বাংলাদেশি বাণিজ্য প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয় এবং সেক্টরভিত্তিক ব্যবসায়ী মিটিং (B2B) আয়োজনের আশ্বাস দেওয়া হয়।
বৈঠকের শেষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা দুই দেশের ব্যবসায়ী সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে সম্পর্ক জোরদারে সার্বিক সহায়তার আশ্বাস দেয়।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ