বাংলাদেশ ষড়যন্ত্রমুক্ত নয়, শকুনের দৃষ্টিতে রয়েছে : আবুধাবিতে ব্যারিস্টার সাকিলা ফারজানা

বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, যার দিকে এখনো ‘শকুনের দৃষ্টি’ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী ও সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সাকিলা ফারজানা।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মুসাফ্ফায় অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশকে অনেকে ব্যবহার করে, ষড়যন্ত্রও করে। স্বৈরাচারের পতনের পরও বাংলাদেশ ষড়যন্ত্রমুক্ত হয়নি। আজও নানা রকম ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে দেশকে মুক্ত করতে হলে আমাদের সম্মিলিত সংগ্রাম দরকার।”

সোমবার (১৬ জুন) হাটহাজারী প্রবাসী সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

Travelion – Mobile

প্রবাসীদের উদ্দেশে, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার সাকিলা বলেন, “স্বৈরাচার পতনে আপনারা প্রবাসীরা যে ভূমিকা রেখেছেন তা ইতিহাসে স্মরণীয়। রেমিট্যান্স পাঠানো বন্ধ করে আপনারা একদিনে বাংলাদেশের অর্থনীতিতে ধ্বস নামিয়ে দিয়েছিলেন। আপনাদের মতো যোদ্ধা আর কেউ নেই।”

তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপনারাই হচ্ছেন আমাদের সেরা সেনানী। আমি আপনাদের কাছে আবেদন করছি, আমি হাটহাজারী থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। অনলাইনে আপনারা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের কাছে আমার মনোনয়নের পক্ষে আবেদন জানাবেন।”

Diamond-Cement-mobile

ব্যারিস্টার সাকিলা আরও বলেন, “আমার বাবা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের অনেক স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। আমি সেই স্বপ্নগুলো পূরণ করে হাটহাজারীকে একটি মডেল হাটহাজারী হিসেবে গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুছা আল মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী সালাহউদ্দীন। যৌথভাবে সঞ্চালনা করেন হাবিবুর রহমান ও মোহাম্মদ শাহাজান।

বিশেষ অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও আবির বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক, বিএনপি সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, প্রকৌশলী মোহাম্মদ আলী, শেখ শহীদুল্লাহ ইসলাম, নজরুল ইসলাম চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, মুরশেদ আলম, শফিউল, জানে আলম, আবু রাসেল সোহেল, মোহাম্মদ কামাল, মাহবুব আলম, জসিম উদ্দিন, জাহেদ হোসেন, আমেনা বেগম, আব্দুস সালাম মাসুদ, এজাজ, শাকিলসহ অঙ্গ সংগঠনের নেতারা।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!