বাহরাইনে পবিত্র রমজান উপলক্ষে বিএনপির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী মানামার আল ওসরা রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আবুল কালাম আজাদ।
দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেন সোকার্নো ও মানামা মহানগর বিএনপির সভাপতি মো. নূরুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সিনিয়র উপদেষ্টা মো. আইনুল হক।
বিশেষ অতিথি ছিলেন তালিমুল কোরআন বাহরাইনের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. বদরুল আলম, ইঞ্জিনিয়ার মো. মাহমুদ, ইউসুফ মোল্লা, ড. মো. শাহেদ, ইঞ্জিনিয়ার মো. আলাউদ্দিন, বাহরাইনস্থ নবীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মীর মিঠু, মানামা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. বেলাল, বাহরাইনস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মো. হোসেন, যুগ্ম-সম্পাদক এস এম জালাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাচ্ছু আহমেদ ।
মাহফিলে মোনাজাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বাহরাইন বিএনপির সভাপতি হামেদ কাজী হাসানের সুস্থতা কামনা করা হয়। এছাড়া দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
