বাংলাদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত যৌথ কমিটির সভা আয়োজনে আমিরাতের সম্মতি

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ সংক্রান্ত যৌথ কমিটির সভা ঢাকায় অনুষ্ঠানের ব্যাপারে সম্মতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে এই সম্মতির কথা ব্যক্ত করেন দেশটির মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয়ের দপ্তরে মন্ত্রী নাসের বিন থানি আল হামেলির সঙ্গে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের গুরুত্বপূর্ণ বৈঠকে হয়।

ঢাকার ওই বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের পাশাপাশি আরব আমিরাতের সহযোগিতায় বাংলাদেশি শ্রমিকদের সংযুক্ত আরব আমিরাতের জন্য প্রযোজ্য কাজের প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হবে বলে জানান মানবসম্পদ মন্ত্রী ।

Travelion – Mobile

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক বিশেষত মানবসম্পদ খাতে অধিকতর সহযোগিতার বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করেন। এ ছাড়া আমিরাতে কর্মরত বাংলাদেশিদের কল্যাণ সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়।

দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি রচনায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং আরব আমিরাতের জাতির পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের অবদান তারা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ।

আমিরাতের মানবসম্পদ মন্ত্রী বলেন, “সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, কৌশলগত এবং গভীর যার অন্যতম ভিত্তি হলো মানবসম্পদ খাতে পারষ্পারিক সহযোগিতা, যা দুই দেশের স্বাধীনভাবে আত্মপ্রকাশের আগে থেকেই বিদ্যমান ছিল এবং তা ক্রমাগত সম্প্রসারিত হয়েছে। বর্তমানে সংযু্ক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের ভিসা পরিবর্তনসহ কতিপয় সেক্টরে তাদের কাজের সুযোগ রয়েছে।”

প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমিরাত সরকার ও জনগণের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে জনশক্তিখাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন রাষ্ট্রদূত আবু জাফর ।

তিনি আরব আমিরাতের খাদ্য নিরাপত্তা সহযোগিতার আওতায় কৃষি ও সর্বোচ্চ নিয়োগকারী খাত এসএমই-তে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য আমিরাত সরকারের প্রতি আহ্বান জানান।

বৈঠকে আমিরাতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের সহকারি আন্ডার সেক্রেটারি ওমর আল নুয়েইমি এবং পরিচালক আব্দুল্লাহ আল শামসি, বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান এবং কাউন্সেলর (শ্রম) উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!