মিশর ভ্রমণে বাংলাদেশিদের জন্য চালু থাকা ‘ওকে-টু বোর্ড’ অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এর ফলে এখন থেকে মিশরে যেতে হলে বাংলাদেশিদের ঢাকাস্থ মিশর দূতাবাস থেকে আগেই স্টিকার ভিসা নিতে হবে।
২০২২ সালে বাংলাদেশ দূতাবাসের অনুরোধে মিশর শর্তসাপেক্ষে অন-অ্যারাইভাল ভিসা চালু করেছিল। পরে ২০২৩ সালে সরাসরি ঢাকা-কায়রো ফ্লাইট চালুর পর এই ভিসা আরও সহজ করতে ‘ওকে-টু বোর্ড’ সুবিধা চালু করে দেশটি।
মিশরের জাতীয় বিমান সংস্থা ইজিপ্ট এয়ার (EgyptAir)সহ নির্দিষ্ট কিছু এয়ারলাইন্সের মাধ্যমে বাংলাদেশি ভ্রমণকারীরা ‘ওকে-টু বোর্ড’ অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পেতেন।
কিন্তু সম্প্রতি কিছু দালাল চক্র এই ভিসার সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে অনেক মানুষকে মিশরে এনে প্রতারণা করছে। অনেককে পড়াশোনা ও চাকরির লোভ দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়েছে, কিন্তু পরে তারা বিপদে পড়েছেন।
এই পরিস্থিতিতে সম্প্রতি ঢাকাস্থ ইজিপ্ট এয়ার (EgyptAir) পরিপত্র দিয়ে জানিয়েছে , এখন থেকে মিশর ভ্রমণের জন্য‘ওকে-টু বোর্ড’ এ অন-অন-অ্যারাইভাল ভিসা আর গ্রহণযোগ্য হবে না এবং EgyptAir কোনো যাত্রীকেআর বোর্ডিং দেবে না।।
‘ওকে-টু বোর্ড’ স্থগিত হলেও শর্তসাপেক্ষে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা এখনও চালু আছে। কিন্তু এই সুবিধা পেতে হলে যাত্রীর পাসপোর্টে জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অথবা শেনজেনভুক্ত কোনো ইউরোপীয় দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ


