বরফ হ্রদে বিধ্বস্ত উড়োজাহাজ, ১২ ঘণ্টা পর বেঁচে ফিরলেন পাইলট ও ২ শিশু
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কার এক হিমশীতল হ্রদে ভেঙে পড়ল ছোটো একটি উড়োজাহাজ। দুর্ঘটনার পর ১২ ঘণ্টা ধরে ঠান্ডা জলে আধডুবন্ত উড়োজাহাজে ডানায় (উইং) বসে ছিলেন পাইলট ও দুই শিশু। শেষ পর্যন্ত এক ব্যক্তির তৎপরতায় তাঁদের উদ্ধার করা সম্ভব হয়।
রবিবার রাতে টেরি গডেস ফেসবুকে একটি পোস্ট দেখেন, যেখানে নিখোঁজ উড়োজাহাজের খোঁজ চাওয়া হয়েছিল। পরদিন সকালে তিনি তুস্তুমেনা লেকের কাছে যান এবং দূর থেকে উড়োজাহাজের ধ্বংসাবশেষের মতো কিছু দেখতে পান।
“প্রথমে মনে হলো, সব শেষ! কিন্তু কাছে গিয়ে দেখি, বিমানের ডানায় তিনজন বসে আছেন, তাঁরা হাত নাড়ছেন,” বলেন গডেস।
পাইপার পিএ-১২ সুপার ক্রুজার নামের ওই উড়োজাহাজটি রবিবার সোলডটনা থেকে স্কিলাক লেকের উদ্দেশে রওনা হয়েছিল। আরোহী ছিলেন এক পাইলট ও তাঁর দুই আত্মীয়। গডেস দ্রুত অন্য উদ্ধারকারী বিমানগুলিকে খবর দেন।
আরেকজন পাইলট ডেল আইচার পুলিশের সঙ্গে যোগাযোগ করে সঠিক অবস্থান জানান। এরপর আলাস্কা ন্যাশনাল গার্ড এসে তিনজনকে উদ্ধার করে।
পুলিশ জানায়, তিনজনের আঘাত গুরুতর নয়, তবে এত ঘণ্টা ঠান্ডায় কাটানোর কারণে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গডেস বলেন, “ওঁরা বহুক্ষণ ঠান্ডা, অন্ধকার আর ভেজা অবস্থায় ছিলেন। সত্যি বলতে, এটা একপ্রকার অলৌকিক ঘটনা যে তাঁরা বেঁচে আছেন।”
আনকরেজ থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত তুস্তুমেনা লেক হঠাৎ ঝোড়ো হাওয়ার জন্য পরিচিত। এত প্রতিকূল পরিবেশেও বেঁচে ফেরা সত্যিই অবিশ্বাস্য!
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ