ফ্রান্সে আনন্দ উৎসবে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু হয়েছে ফ্রান্সে।
এ বছর রাজধানী প্যারিসে ১২টি অস্থায়ী মণ্ডপে পূজা অর্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে উৎসবে আনন্দে উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের মানুষ।
এবার কোভিড ১৯ নিষেধাজ্ঞা না থাকার কারণে হিন্দু সম্প্রদায় আনন্দ উৎফুল্ল ভাবে পালন করছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বিদেশ বিভূঁইয়ে এধরনের আয়োজন কষ্টকর হলেও সার্বজনীন এই উৎসবকে গত বিশ বছর ধরে পরিচালনা করছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফ্রান্স।
ষষ্ঠী থেকে দশমী প্রতিটি পূজা মণ্ডপই ভক্ত অনুরাগী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংস্কৃতি ও আঞ্চলিক সংগঠনের নেতাদের পদচারণায় মুখরিত থাকে। সাংস্কৃতিক পরিবেশনা দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা।
বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে দেখা যায় শত শত মানুষের উপচেপড়া ভীড়, এমনকি বিভিন্ন ধর্ম এবং সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে পূজামণ্ডপে গিয়ে আনন্দ উৎসবে যোগ দিচ্ছেন।
বাংলাদেশ ফ্রান্স সার্বজনীন পূজা পরিষদ লাকর্ণোভ-এর সভাপতি পলাশ পাল বলেন, এবার কোভিড ১৯ নিষেধাজ্ঞা না থাকায় আমরা খুব সাচ্ছন্দ্যে পূজা উদযাপন করছি।
আরও পড়তে পারেন : গ্রিসে বাংলাদেশি সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, প্রদীপ ঘোষ, মিটু নন্দী, কালাচাঁন, স্বপন সরকার, গৌতম ঘোষ, কার্তিক দাস, রুমি দাস, সোমা বর্ধণ, সংকুজিত দাস, সূবর্না দাস পূজাসহ আরো অনেকে।
আকাশযাত্রার ফেসবুক পেইজে যোগ দিতে চাইলে এখানে ক্লিক করার অনুরোধ