প্রবাস সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় মুন্নাকে সম্মাননা

প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় গ্রিসপ্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্নাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের আয়োজনে ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ দিলু তালুকদারের সার্বিক ব্যবস্থাপনায় এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।

Travelion – Mobile

সাংবাদিক ছনি আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাইফুল জাহান চৌধুরী, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি এটিএম সালাম, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত, দৈনিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, দৈনিক উত্তরপূর্বের প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল, দৈনিক কালবেলার প্রতিনিধি সলিল বরণ দাশ, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি এম এ মুহিত, আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের সহসভাপতি আবু সালেক।

Diamond-Cement-mobile

এছাড়া উপস্থিত ছিলেন- সাংবাদিক তাজুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, ইকবাল হোসেন তালুকদার, জাবেদ ইকবাল তালুকদার, স্বপন রবি দাশ, সফিকুল ইসলাম নাহিদ, আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের সদস্য রবিন আহমেদ সাজু, সৌরভ আর্টের পরিচালক নাঈম আহমেদ চৌধুরী, শুভ দাশ উৎপল প্রমুখ।

সংবর্ধিত সাংবাদিক মতিউর রহমান মুন্নাকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তোলে দেন অতিথিবৃন্দ।

বক্তারা বলেন- সাংবাদিক মতিউর রহমান মুন্নার কলমে প্রতিনিয়ত উঠে আসে প্রবাসে থাকা রেমিট্যান্স যোদ্ধাদের সুখ দুঃখের কথা। মুন্না তুলে ধরেন প্রবাসীদের নানা সমস্যার কথা।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!