প্রবাসী বাংলাদেশিদের প্রশংসায় বাহরাইনের উপ-প্রধানমন্ত্রী
বাহরাইনের উপ-প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন আবদুল্লাহ আল খলিফা বলেছেন, “বাংলাদেশি প্রবাসীরা আমাদের অতিথি। বাহরাইনের উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য।”
দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার এনডিসি’র সৌজন্য বৈঠকে এ অভিমত জানান তিনি।
বৃহস্পতিবার (২২ মে) রাজধানী মানামায় নিজ দপ্তরে বাংলাদেশ রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান বাহরাইনের উপ-প্রধানমন্ত্রী। তিনি রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়িত্ব পালনের জন্য শুভকামনা করেন।
সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধি পর্যায় শ্রম, অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা করেন। প্রবাসী কল্যাণের দিকেও গুরুত্বারোপ করা হয়।
বাহরাইন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন উপ-প্রধানমন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, শ্রম, পর্যটন, বিনিয়োগ এবং প্রবাসী কল্যাণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো সম্ভব হবে।
রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সহায়তা প্রদান করায় বাহরাইন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, “আমাদের দুই দেশের সম্পর্কের ভিত্তি মজবুত এবং তা আরও উন্নত করার দিকেই আমরা এগিয়ে যেতে চাই।”
এই সৌজন্য বৈঠকটি বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ককে আরও জোরদার করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বাহরাইনের আরও খবর :
‘বিশ্বের সবচেয়ে পরিষ্কার বিমানবন্দর’ নির্বাচিত বাহরাইন
বাহরাইনে গৃহকর্মী শোষণের অভিযোগে ‘ত্রাণকর্তা’ প্রবাসী নারী গ্রেপ্তার
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ