প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ফি কমানো হচ্ছে

স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা

প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে.জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরের ই-গেট (E-Gate) চালু করা হবে, যাতে ই-পাসপোর্টধারীরা সহজে প্রবেশ করতে পারেন।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

রেমিট্যান্সযোদ্ধাদের সম্মান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা সবসময় রেমিট্যান্সযোদ্ধাদের কথা বলি, কিন্তু তারা যে সম্মানটা পাওয়ার কথা, সেটা অনেক ক্ষেত্রেই পায় না। এজন্য আপাতত তাদের পাসপোর্টের ফি কমিয়ে দেওয়া হবে।”

Travelion – Mobile

তিনি জানান, এখন থেকে প্রবাসীদের কাছ থেকেও সাধারণ নাগরিকদের মতো পাসপোর্ট ফি নেওয়া হবে — অর্থাৎ ফি সবার জন্য সমান থাকবে। তবে কতটুকু কমানো হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

“বিভিন্ন দেশের দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কতটুকু ফি কমানো যায়, তা নির্ধারণ করা হবে,” — বলেন উপদেষ্টা।

প্রবাসীদের ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করতে বিমানের সেবা ও ভাড়া নিয়েও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

Diamond-Cement-mobile

“প্রবাসীরা যাতে বিমানে ভালো সেবা পান, বিমানবন্দরে পৌঁছানোর পরও যেন তাদের জন্য আলাদা সুবিধা থাকে — সেই চেষ্টা করছি,” বলেন উপদেষ্টা।

বিমানভাড়া কমানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “অবশ্যই চেষ্টা করবো। যেহেতু এটা একটি প্রতিযোগিতামূলক ক্ষেত্র, তাই লাভের সীমার মধ্যে থেকেই বিমানের পক্ষ থেকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে। যাদের ই-পাসপোর্ট রয়েছে, তারা পাসপোর্ট স্ক্যান করেই ই-গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। এতে বিদেশফেরত প্রবাসীরা দ্রুত ইমিগ্রেশন পার হতে পারবেন।”

সরকার আশা করছে, এসব উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা আরও সহজ, সম্মানজনক ও প্রযুক্তিনির্ভর সেবা পাবেন — যা দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!