পর্তুগালের বন্দরনগরী পোর্তো শাখা বিএনপির আয়োজনে ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩০ মার্চ পোর্তোর স্থানীয় চার তারকা হোটেল ভিলা গালায় সভাটি অনুষ্ঠিত হয়।
পোর্তো বিএনপির সভাপতি কাজল আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক কাইয়ুম লিটনের যৌথ পরিচালনায় জাতীয় সংগীত এবং পবিত্র কোরআনের তেলোয়াতের মধ্যে দিয়ে সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ মালেক।
এছাড়াও উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, আয়ারল্যান্ড বিএনপির সাবেক সভাপতি হামিদুর নাসির, পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, রেজাউল করিম রেজা (যুগ্ম সাধারণ সম্পাদক ফ্রান্স বিএনপি), আবু জাফর রাসেল (সাংগঠনিক সম্পাদক স্পেন বিএনপি), মনজুরুল হোসেন জিন্না, শেখ খালেদ মিনহাজ, ছায়েফ আহমেদ সুইট (যুগ্ম সাধারণ সম্পাদক পর্তুগাল বিএনপি), ফারুক আহমেদ লিটন (সাংগঠনিক সম্পাদক পর্তুগাল বিএনপি), হাবিবুর রহমান (সাংস্কৃতিক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি), সুমন আহমেদসহ পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দসহ পোর্তোয় বসবাসরত শতাধিক প্রবাসী বাংলাদেশি।