পাকিস্তান এয়ারলাইন্সের ওপর নিষেধাজ্ঞা বাড়ালো ইএএসএ

পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের (পিআইএ) ওপর জারি করা নিষেধাজ্ঞা আরো তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)।

শনিবার ইএএসএ জানিয়েছে, সুরক্ষা নিরীক্ষণের পরে পিআইএর ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গত জুলাইয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা করার অনুমোদন স্থগিত করেছিল ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)।

Travelion – Mobile

ওই নিষেধাজ্ঞার কারণে ইইউ সদস্য দেশগুলোতে ছয় মাসের জন্য ফ্লাইট পরিচালনা বন্ধ থাকে।

পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের (পিআইএ) এক কর্মকর্তা জানান, পিআইএ এয়ারলাইন্সের অনুরোধের জবাবে হতাশাপূর্ণ বার্তা পেয়েছেন তারা। তিনি বলেন, ইউরোপীয় এজেন্সিটিকে ইউরোপীয় দেশগুলোতে বিমান চালানোর জন্য অস্থায়ী অনুমতি চাওয়া হয়। কিন্তু অনুমতি পাওয়া যায়নি।

ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি এক চিঠিতে আরো তিন মাস নিষেধাজ্ঞা বাড়ানো বিষয়টি জানিয়েছে। কারণ হিসেবে বলা হয়, পূর্বশর্ত পূরণ না করায় নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!