পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আবু কায়েস (৩৮)। তার দেশের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় ফেরার পথে পিছন থেকে একটি পিকাআপ ভ্যানের ধাক্কাঢ দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোহাম্মদ আবু কায়েস হত ১০ নভেম্বর জীবনের ভাগ্য পরিবর্তন করার আশায় কৃষি ভিসায় পর্তুগাল আসেন। দেশে স্ত্রী ও ৩ কন্যা সন্তান রয়েছে।
তার অকাল মৃত্যুতে লিসবন, পোর্তোসহ পুরো পর্তুগাল বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ