পররাষ্ট্রমন্ত্রীর ভগ্নিপতি শিক্ষাবিদ আতফুল হাই শিবলী আর নেই

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো-ভাইস চ্যান্সেলর, ইউজিসির সাবেক মেম্বার, সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটির সদ্য প্রাক্তন ভাইস চ্যান্সেলর ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ভগ্নিপতি অধ্যাপক ড. আতফুল হাই শিবলী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন বরেণ্য এই শিক্ষাবিদ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মো. শাহান আহমেদ।

Travelion – Mobile

ড. আফতুল হাই শিবলীর গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জে। তার বাবা ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন।

অধ্যাপক ড. আতফুল হাই শিবলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী। শোকবার্তায় তিনি প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!