নিউইয়র্কে প্রথম নির্মিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অস্থায়ী ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা ।
সংগঠনটির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের দুই যুগে পদার্পণের ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় করতে প্রথমবারের মতো স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
১৩ ডিসেম্বর নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় নির্মিত হবে এ অস্থায়ী স্মৃতিসৌধ। আর এতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করবেন, শ্রদ্ধা জানাবেন প্রবাসীরা।
বৃহস্পতিবার রাতে উডসাইডে এক্সপ্রেস প্রিন্টিং অফিসে অনুষ্ঠিত জোটের সভায় এ সিদ্ধান্তসহ শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরের এই কর্মসূচি ছাড়াও আগের দিন (১৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে আবৃত্তি, সংগীত, নৃত্য এবং নাট্য ও চিত্রকলায় সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান।
সংগঠনের আহ্বায়ক মিথুন আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আকবর হায়দার কিরণ, মিনহাজ আহমেদ সাম্মু, হাসানুজ্জামান সাকী জাহেদ শরীফ, আবীর আলমগীর, গোপাল সান্যাল প্রমুখ।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ