নতুন অভিবাসী চুক্তিতে সম্মত ম্যাঁক্র-সুনাক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক শুক্রবার প্যারিসে এক শীর্ষ সম্মেলনে অবৈধ ক্রস-চ্যানেলে অভিবাসন বন্ধ করতে ৫০ কোটি ইউরোর বেশি মূল্যের একটি নতুন চুক্তির ব্যাপারে সম্মত হয়েছেন।

বছরের পর বছর ধরে চলা বেক্সিট উত্তেজনার পর নতুন করে শুরু করার লক্ষ্যে তারা এ ব্যাপারে সম্মত হলেন।

চুক্তির আওতায় ব্রিটেন ফ্রান্সকে আরো অর্থ বরাদ্দ দেবে যাতে অতিরিক্ত শতাধিক ফরাসি পুলিশ এ চ্যানেলে টহল দেওয়ার সুযোগ পায় এবং নতুন একটি আটক কেন্দ্র নির্মাণ করা যায়।

Travelion – Mobile

উভয় নেতাই এ ধরনের একটি চুক্তি হওয়ায় একে অপরকে স্বাগত জানান। এদিন এই চুক্তির পাশাপাশি উভয় নেতা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের প্রতি তাদের ঐক্যের পুনর্ব্যক্তের কথাও প্রকাশ করেন।

বরিস জনসন এবং লিজ ট্রাসের মেয়াদে প্যারিসের সঙ্গে বিদ্বেষপূর্ণ সম্পর্ক দেখা দেওয়ার মধ্যেই অক্টোবরে সুনাক প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বিগত পাঁচ বছরের মধ্যে এটি ছিল প্রথম যুক্তরাজ্য-ফরাসি শীর্ষ সম্মেলন।

ম্যাক্রঁ বলেন, সুনাকের সঙ্গে তার আলোচনা একটি ‘নতুন শুরু’ হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে সুনাকও একই মন্তব্য করে বলেছেন, এটি আমাদের মৈত্রীর নবায়ন’। এ বন্ধন যাতে সামনে আরো অটুট থাকে সে যাত্রাই অব্যাহত থাকবে।

সুনাক বলেন, ‘আমরা এই সম্পর্কের একটি নতুন অধ্যায় লিখছি।’ তিনি স্বীকার করেন যে, ‘সাম্প্রতিক বছরগুলোতে এ সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ ছিল।’ কিন্তু বর্তমান চেষ্টা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাবে।

সূত্র : এএফপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!