দুবাইয়ে যুবলীগের মহান স্বাধীনতা দিবস-ইফতার মাহফিল

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দুবাই শাখার আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

রোববার (২৬ মার্চ) স্থানীয় একটি হোটেল বলরুমে দুবাই যুবলীগের সভাপতি মোস্তফা কামাল শিমুলের (সিআইপি) সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহেদুল করিম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

উপস্থিত ছিলেন বিজনেস কাউন্সিল দুবাইয়ের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী সুবোধ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম, কাজি মোহাম্মদ আলী, নাছির উদ্দিন কাউসার, দেলোয়ার আহমেদ, হানিফ সিকদার, আলমগীর আলম, জসিম উদ্দিন, সালাউদ্দিন, সেকান্দর হোসেন খোকন।

আরও উপস্থিত ছিলেন ইমামুল হক বাঁধন, শহিদুল ইসলাম করিম, ইকবাল হোসেন, কামরুল ইসলাম, আবদুল কাদের, শরফত আলী, সিরাজুল হক, নকিব আহমেদ, সোহেল,আল আমিন হ্দয়, আবদুল মতিন, মনির আহমেদ, হানিফ ভুট্টসহ যুবলীগও আওয়ামী পরিবারের নেতা-কর্মীরা।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!