ভারতের ছত্তিশগড় থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি ফ্লাইট রোববার (১ জুন) বিকেলে ঝড়ের কবলে পড়ে। দিল্লিতে ধুলোঝড়ের সময় অবতরণের মুহূর্তে বিমানটি ভয়াবহ ঝাঁকুনির সম্মুখীন হয়, এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগে তীব্র ঝড়ের মুখে পড়ে ফ্লাইটটি।
প্রবল ঝাঁকুনির কারণে পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে পুনরায় আকাশে তুলে নেন। কিছুক্ষণ আকাশে ঘোরার পর আবহাওয়া স্বাভাবিক হলে নিরাপদে অবতরণ করানো হয় বিমানটি।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও বিমানের যাত্রীরা চরম আতঙ্কে পড়েন। বিমানের ভেতরের দৃশ্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ঝাঁকুনির সময় পাইলটের সতর্ক ঘোষণাও শোনা যায়।
#WATCH | An IndiGo flight number 6E 6313 from Raipur to Delhi experienced turbulence due to a duststorm, prompting the pilot to climb up again when the aircraft was about to touch down at Delhi airport. The aircraft landed safely at Delhi airport after making many circuits in the… pic.twitter.com/TtDUwIH79b
— ANI (@ANI) June 1, 2025
ভেতরে থাকা যাত্রীরা জানান, বিমানটি প্রবল ঝাঁকুনিতে দুলছিল এবং পাইলট বারবার আবহাওয়ার সতর্কতা জানাচ্ছিলেন। ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার।
উড়োজাহাজ সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে দেড় সপ্তাহ আগে (২১ মে) শিলাবৃষ্টির মধ্যে দিল্লি থেকে শ্রীনগরগামী একটি বিমানের সামনের অংশ ভেঙে পড়ার ঘটনা ঘটে।
এনআই আরও জানায়, রোববার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে দিল্লিগামী অন্তত চারটি বিমানের রুট পরিবর্তন করতে হয়। ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় প্রায় ৭৬ কিলোমিটার।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ