দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকা নুরুল আফসার নামে এক ব্যবসায়ীকে নিজ দোকানে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

নিহত নুরুল আফসার (৪০) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড়ের মৌলভী বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে।

বাংলাদেশ সময় শনিবার রাত ১টার দিকে দক্ষিণ আফ্রিকা ফ্রি ইস্ট প্রভিন্স বোসাবেলো শহরে এ ঘটনা ঘটে।

Travelion – Mobile

প্রতিবেশী প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিজের দোকানে ব্যস্ত ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সময় রাত ৯টার দিকে কয়েকজন অস্ত্রধারী তার দোকানের সামনে এসে অবস্থান নেয়।

আগের খবর : দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধ করে বাংলাদেশিকে হত্যা

Diamond-Cement-mobile

একপর্যায়ে দোকানের ভেতরেই আফসারকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে দোকান থেকে নগদ অর্থ এবং মূল্যবান মালামাল নিয়ে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দক্ষিণ আফ্রিকা ফ্রি ইস্ট প্রভিন্স বোসাবেলো শহরে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দক্ষিণ আফ্রিকার সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

বিষয়টি নিশ্চিত করে চরপার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ বলেন, ১৬ বছর আগে আফসার জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে বিয়ে করে পারিবারিক জীবন শুরু করেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

আগের খবর : দক্ষিণ আফ্রিকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু

নিহতের ছোট চাচা মো. ইউসুফ জানান, আফসারের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!