তুরস্কে এক অপরাধীর ৮,৬৫৮ বছরের কারাদণ্ড!

0

তুরস্কের একটি আদালত এক ব্যক্তিকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছেন। এক দশক আগের পুরোনো এক মামলার পুনর্বিচারে এ সাজা ঘোষণা করা হয়েছে।

অন্যকে ফাঁদে ফেলে দাবি আদায় করা, যৌন নিপীড়ন, অর্থ পাচার এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে এত দিনের কারাদণ্ডের সাজা হয়েছে। গতকাল বুধবার এ রায় ঘোষণা করা হয়।

সাজা পাওয়া ওই ব্যক্তির নাম আদনান ওকতার। বয়স ৬৬ বছর। তিনি তুরস্কের ইসলামিক টেলিভিশনে বক্তা ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থের লেখক। টেলিভিশনে নিজেকে মুসলিম মতাদর্শ প্রচারক আখ্যা দিতেন তিনি।

Travelion – Mobile

আদনান ওকতার হারুন ইয়াহিয়া ছদ্মনামে লিখতেন। এর আগে এক মামলায় তাঁর ১ হাজার ৭৫ বছরের কারাদণ্ডের সাজা হয়।

২০২১ সালে ৬৬ বছর বয়সী এই বৃদ্ধকে যৌন নিপীড়ন, নাবালিকাদের যৌন নির্যাতন, জালিয়াতি, রাজনৈতিক, সামরিক গুপ্তচরবৃত্তিসহ কয়েকটি অপরাধের জন্য ১ হাজার ৭৫ বছরের সাজা দেওয়া হয়েছিল।

কিন্তু উচ্চ আদালতে সেই রায় বাতিল করা হয়। পুনর্বিচারে ইস্তাম্বুলের উচ্চ আদালত যৌন নির্যাতনসহ বেশ কয়েকটি অভিযোগে আদনান ওকতারকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দেন।

এ ছাড়া আরও ১০ জন সন্দেহভাজনকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছেন ওই আদালত। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন