ঢাকায় নামতে পারলো না ফুটবল দলের ফ্লাইট, ফেরত গেল কলকাতায়

আজ বিকেল পাঁচটায় কলকাতা থেকে ঢাকায় বাংলাদেশ অ-১৯ ফুটবল দলের পৌঁছানোর কথা ছিল। কলকাতা থেকে ফ্লাইট ঢাকায় আসলে বৈরী আবহাওয়ার জন্য অবতরণ করেনি। উল্টো কলকাতায় ফিরে গেছে। আবহাওয়ার উন্নতি হলে এবং নতুন সময় নির্ধারণ হলে বাফুফে পুনরায় অবহিত করবে।

বাংলাদেশ অ-১৯ দলের মিডিয়া ম্যানেজার হিসেবে রয়েছেন ফেডারেশনের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ। তিনি কলকাতা থেকে জানান, ‘বিমান ঢাকায় নামার অনেকক্ষণ চেষ্টা করেছিল। পরবর্তীতে কলকাতায় ফিরে এসেছে। এই মুহূর্তে আমরা সবাই কলকাতায় বিমানের মধ্যেই বসে রয়েছি। জানি না এই অপেক্ষা কতক্ষণ করতে হয়।’

Diamond-Cement-mobile

বাংলাদেশ অ-১৯ দল অরুণাচলে সাফ চ্যাম্পিয়নশিপ খেলেছে। সাফ চ্যাম্পিয়নশিপে টাইব্রেকারে ভারতের বিপক্ষে হেরে রানার্স আপ গত পরশু রাতে। গতকাল টুর্নামেন্টের ভেন্যু অরুণাচল থেকে বাংলাদেশ দল কলকাতা পৌঁছায়।

Travelion – Mobile

আজ বিকেলে কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ইন্ডিগো এয়ারলাইন্সে রওনা হয়েছিল। বৈরি পরিস্থিতির জন্য আবার কলকাতায় ফিরতে হয়েছে নাজমুল-মুর্শেদদের।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!