ঝড়ের প্রবল ঝাঁকুনিতে আহত ৯ বিমানযাত্রী, জরুরি অবতরণে রক্ষা

জার্মানিতে বজ্রঝড়ের মধ্যে পড়ে প্রবল ঝাঁকুনির কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে মিলানগামী রায়ানএয়ারের একটি ফ্লাইট। জরুরি অবতরণের এ ঘটনায় ৯ যাত্রী আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বুধবার রাতে জার্মানির দক্ষিণাঞ্চলীয় মিউনিখ শহর থেকে ১১৫ কিলোমিটার পশ্চিমে মেমিংঙ্গেনে ঘটনাটি ঘটে।

বাভারিয়া রাজ্যের পুলিশ জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উড়োজাহাজটির পাইলট মেমিংঙ্গেন বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।

Travelion – Mobile

রয়টার্স জানায়, উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করলেও মাঝআকাশে তীব্র ঝাঁকুনিতে ২ থেকে ৫৯ বছর বয়সী নয়জন যাত্রী আহত হন।

Diamond-Cement-mobile

এক বিবৃতিতে পুলিশ জানায়, আহতদের মধ্যে এক নারী মাথায় আঘাত পান, তার সঙ্গে থাকা দুই বছর বয়সী শিশুর শরীরে আঘাত লাগে এবং ৫৯ বছর বয়সী আরেক নারী পিঠে ব্যথা অনুভব করেন। এই তিনজনকেই হাসপাতালে নেওয়া হয়, অন্যদের বিমানবন্দরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বৃহস্পতিবার এক বিবৃতিতে রায়ানএয়ার জানিয়েছে, অবতরণের আগেই পাইলট চিকিৎসা সহযোগিতার জন্য অনুরোধ জানিয়েছিলেন। এয়ারলাইনটি আরও জানায়, তাদের একই ফ্লাইট দিয়ে যাত্রীদের মিলানে নেওয়ার ব্যবস্থা করেছে তারা। আহত যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে এয়ারলাইনটি।

এর আগে বুধবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছিল, স্থানীয় বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পরবর্তী ফ্লাইটের অনুমতি না দেওয়ায় রায়ানএয়ার যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য একটি বাসের ব্যবস্থা করেছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!