জুরিখে বাংলাদেশিদের ভ্রাম্যমাণ সেবা দেবে স্থায়ী মিশন

সুইজারল্যান্ডের জুরিখে প্রবাসী বাংলাদেশিদের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন।

আসছে ১৯ অক্টোবর বেলা ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেবা চলবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় মিশন কর্তৃপক্ষ।

দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে রয়েছে কনস্যুলার সেবা, রেমিট্যান্স বৃদ্ধি বিষয়ক আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।

Travelion – Mobile

কনস্যুলার সেবার মধ্যে থাকছে- মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) রি-ইস্যু, যাদের এমআরপির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে তাদের রি-ইস্যু করা। নবজাতকের এমআরপিও এই সেবা কার্যক্রমের অন্তর্ভুক্ত।

Diamond-Cement-mobile

তাছাড়া ভিসাসংক্রান্ত বিষয়, ট্রাভেল পারমিট প্রদান, প্রত্যয়ন ও সত্যায়ন করাও হবে বলে জানান তারা।

বিজ্ঞপ্তিতে ই-পাসপোর্টের আবেদনকারীদের ১৮ অক্টোবরের মধ্যে মিশনের ওয়েবসাইটে অথবা +৪১৭৭৯২২৩৬০৪ নম্বরে যোগাযোগের মাধ্যমে সাক্ষাতের সময় নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রবাসীরা জানান, স্থায়ী মিশন অনেকদিন ধরে ই-পাসপোর্ট সেবা দিচ্ছে, যা প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্র ও ভোটার আইডি দেওয়ার সেবাগুলোও চালু করবে বলে তারা আশা করছেন।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!