সুইজারল্যান্ডের জুরিখে প্রবাসী বাংলাদেশিদের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন।
আসছে ১৯ অক্টোবর বেলা ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেবা চলবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় মিশন কর্তৃপক্ষ।
দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে রয়েছে কনস্যুলার সেবা, রেমিট্যান্স বৃদ্ধি বিষয়ক আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।
কনস্যুলার সেবার মধ্যে থাকছে- মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) রি-ইস্যু, যাদের এমআরপির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে তাদের রি-ইস্যু করা। নবজাতকের এমআরপিও এই সেবা কার্যক্রমের অন্তর্ভুক্ত।
তাছাড়া ভিসাসংক্রান্ত বিষয়, ট্রাভেল পারমিট প্রদান, প্রত্যয়ন ও সত্যায়ন করাও হবে বলে জানান তারা।
বিজ্ঞপ্তিতে ই-পাসপোর্টের আবেদনকারীদের ১৮ অক্টোবরের মধ্যে মিশনের ওয়েবসাইটে অথবা +৪১৭৭৯২২৩৬০৪ নম্বরে যোগাযোগের মাধ্যমে সাক্ষাতের সময় নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রবাসীরা জানান, স্থায়ী মিশন অনেকদিন ধরে ই-পাসপোর্ট সেবা দিচ্ছে, যা প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্র ও ভোটার আইডি দেওয়ার সেবাগুলোও চালু করবে বলে তারা আশা করছেন।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ