জর্ডানে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

জর্ডানে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস।

বুধবার (২৬ মার্চ) সকালে রাজধানী আম্মানে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বাংলাদেশ কমিউনিটির সংগঠক ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নূর ই হেলাল।

পবিত্র কোরআন তেলাওয়াতের পর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পড়ে শোনানো হয়। এরপর অনুষ্ঠিত দিবসের আলোচনায় রাষ্ট্রদূত গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুক্তিযুদ্ধে শহীদ, বীরাঙ্গনা এবং বীর মুক্তিযোদ্ধাদের।

জর্ডানে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি। ছবি সংগৃহীত
জর্ডানে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি। ছবি সংগৃহীত

Travelion – Mobile
Diamond-Cement-mobile

এছাড়াও তিনি ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

প্রবাসীদের দল-মতের বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহবান জানিয়ে রাষ্ট্রদূত বলেন,বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অনস্বীকার্য। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসীরা সবসময়ই দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছেন, যা আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

পরিশেষে, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত এবং দেশের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!