জরিমানা ছাড়াই ওমান ছাড়তে পারবে মেয়াদোত্তীর্ণ আকামার প্রবাসীরা

ওমানে অবশেষে ঘোষণা করা হলো অবৈধভাবে বসবাসরত প্রবাসিদের জন্য বহুল প্রত্যাশিত আউট পাশ বা সাধারণ ক্ষমা।। কাজের মেয়াদ শেষ হওয়া বা মেয়াদোত্তীর্ণ আকামাধারী প্রবাসীরা কোনও ফি ও জরিমানা না দিয়ে ওমান ছেড়ে দেশে ফিরতে পারবেন।

মঙ্গলবার দেশটির শ্রম মন্ত্রণালয় এই ঘোষণা দিয়ে বিবৃতিতে বলেছে যে, প্রবাসীরা এবং তাদের নিয়োগকর্তারা ১৫ নভেম্বর থেকে ৩১ শে ডিসেম্বর, ২০২০ পর্যন্ত জরিমানা মওকুফের এই সুযোগ ব্যবহার করতে পারবেন।

মন্ত্রণালয় মেয়াদোত্তীর্ণ পাসপোর্টসহ প্রবাসী কর্মীদের তাদের ভ্রমণ নথি নবায়নের জন্য স্ব স্ব দূতাবাসের সাথে পরামর্শ করতে বলেছে।

Travelion – Mobile

বিবৃতিতে বলা হয়েছে,”তাদের যাত্রা সংক্রান্ত নথিপত্র, ভ্রমণের টিকিট এবং পিসিআর পরীক্ষার ফলাফল গ্রহণের পাশাপাশি প্রবাসের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রবাসীরা মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরের শ্রম অফিসেও যেতে পারেন”।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!