চীনে বিজয় দিবস উদযাপনে বাংলাদেশিদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
মহান বিজয় দিবস উপলক্ষে চীনের সেনজেন শহরে আয়োজন করা হয় প্রবাসী বাংলাদেশিদের মাসব্যাপী ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট।
১৩ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলা টুর্নামেন্টে ১৬ টি দলে ৩২ জন প্রতিযোগী অংশ নেয়।
“সেনজেন বাংলাদেশ কমিউনিটি” আয়োজিত টুর্নামেন্টে এস জে টাইগার্স চ্যাম্পিয়ন ও দ্যা বুড্ডিজ রানার্সআপ হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে শহরের একটি কমিউনিটি হলরুমে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ এবং বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ইরফানুর রব জিন্নাহ সভাপতিত্বে এবং মো. আরাফাত হোসেন ও মো. নাজমুল হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সহ-সভাপতি মো. ইমতিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক মো. জাবেদ জাহাঙ্গীর, উপদেষ্টা এইচ এম এ হক বাপ্পা এবং রফিক ইকবাল সায়েম।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে প্রাইজমানি বিতরণ এবং অংশ নেওয়া সকল প্রতিযোগী সম্মাননা পদক তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোক্তার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তারেকুল ইসলাম ও স্বাধীন মামুন, সহ-কোষাধ্যক্ষ নাসির উদ্দিন মাহমুদ মিশু, সাংগঠনিক সম্পাদক সামসুজ্জোহা সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হোসেন টনি, ধর্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক রিয়াজ হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক রিফাত হোসেন ও সায়মন, সাংস্কৃতিক সম্পাদক মো. তারেকুল ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক লিংকন পন্ডিতসহ অনেকেই।
অনুষ্ঠানে নব গঠিত সেনজেন বাংলাদেশ কমিউনিটি ইন চায়নার নতুন নির্বাচিত কমিটিকে বরণ করে নেওয়া হয়।
বিজয় দিবসের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ