চীনের রেশমপথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে আন্তর্জাতিক ভ্রমণকারীদের পদচারণা
প্রাচীন রেশম পথের ঐতিহ্য, সাংস্কৃতিক উত্তরাধিকার এবং আধুনিক চীনের রূপান্তরকে একসূত্রে গেঁথে, চীনের গানসু প্রদেশে আয়োজন করা হয় সাতদিনব্যাপী বিশেষ ভ্রমণ ‘এক্সপ্লোর গানসু’।
বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে এই অনন্য ভ্রমণ আয়োজন করে চায়না ডেইলি, যা বাস্তবায়নে সহায়তা করে কমিউনিস্ট পার্টি অফ চায়না ও গানসু প্রাদেশিক সরকার।
এই ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল প্রাচীন রেশম পথের ইতিহাস ও সাংস্কৃতিক বহুবিধতাকে আধুনিক বিশ্বের সঙ্গে সংযুক্ত করা এবং গানসুর প্রাকৃতিক সৌন্দর্য, মানবিক ঐতিহ্য ও উদ্ভাবনী অগ্রগতি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা।
ভ্রমণকারীরা এই সফরে প্রত্যক্ষ করেছেন তিব্বতি সংস্কৃতির নান্দনিকতা, হান সাম্রাজ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মরুভূমিতে গড়ে ওঠা শিল্পভাস্কর্য এবং বিজ্ঞাননির্ভর আধুনিক অভিজ্ঞতা—যার মধ্যে একটি ‘মঙ্গল গ্রহ’-সদৃশ গবেষণা ক্ষেত্রও রয়েছে।
বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন, পাকিস্তান ও ইয়েমেনসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১০ জন আন্তর্জাতিক প্রতিনিধি এই যাত্রায় অংশ নেন, যা রেশম পথের ঐতিহ্যের নতুন পাঠ হয়ে ওঠে।
‘এক্সপ্লোর গানসু’ শীর্ষক এই সফরের মাধ্যমে গানসু প্রদেশ শুধুমাত্র তার অতীত গৌরব ও নিসর্গ নয়, বরং ভবিষ্যতের দিকে এগিয়ে চলা এক আধুনিক, উদ্ভাবনী এবং আন্তঃসাংস্কৃতিক চীনের প্রতিচ্ছবি হিসেবেও নিজেকে তুলে ধরতে পেরেছে।


