চট্টগ্রাম বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল শুরু—কিছু দেরি, একটি বাতিল

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার জেরে মধ্যপ্রাচ্যের ৪ দেশে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় সোমবার (২৩ জুন) রাত থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট শিডিউলে কিছুটা অচলাবস্থা দেখা দিলেও মঙ্গলবার (২৪ জুন) সকাল থেকে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

সকালে আবুধাবি, শারজাহ ও মাস্কাট থেকে চারটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। এর মধ্যে দুটি নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে পৌঁছায় এবং দুটি অনটাইমে নামে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যগামী তিনটি ফ্লাইট সকালে চট্টগ্রাম থেকে কিছুটা দেরিতে ছেড়ে যায়। বিকালে ইউএস-বাংলার দুবাইগামী একটি ফ্লাইট বাতিল করা হয়, তবে অন্য ফ্লাইটগুলো সময়মতো রয়েছে।

রাতের অস্বাভাবিক পরিস্থিতির খবর পেয়ে যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন, ট্রাভেল এজেন্সিগুলোতেও বাড়ে ফোনকলের চাপ। তবে সকালে ফ্লাইট চলাচল শুরু হলে কিছুটা স্বস্তি ফিরে আসে। যদিও পুরোপুরি উদ্বেগ কেটে যায়নি।

Travelion – Mobile

বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, “মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে সোমবার রাতের বিমান বাংলাদেশের ঢাকা-চট্টগ্রাম-আবুধাবি (BG127) ফ্লাইটটি বাতিল করা হয়েছিল। তবে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সব আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট নির্দিষ্ট গন্তব্যে রওনা হয়েছে।”

জানা গেছে, ইউএস-বাংলার একটি ফ্লাইট আবুধাবি থেকে চট্টগ্রামে পৌঁছায় সকাল ৬টা ৩০ মিনিটে—যদিও নির্ধারিত সময় ছিল ভোর ৫টা ৩০ মিনিট। এয়ার এরাবিয়ার শারজাহ থেকে আসা ফ্লাইটটি নির্ধারিত সময় সকাল ৭টার বদলে পৌনে ৮টায় নামে।

Diamond-Cement-mobile

সালাম এয়ারের মাস্কাট থেকে আসা ফ্লাইটটি অনটাইমে সকাল ৮টায় এবং বিমান বাংলাদেশের মাস্কাটগামী ফ্লাইটটি নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই সকাল ৯টা ১৫ মিনিটে পৌঁছায়।

বিকালে দুটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের গন্তব্যে রওনা হওয়ার কথা রয়েছে। তবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ইউএস-বাংলার দুবাইগামী ফ্লাইটটি বাতিল করা হয়েছে। রাত ৮টায় ইউএস-বাংলার শারজাহ থেকে চট্টগ্রামগামী ফ্লাইটটি এখন পর্যন্ত নির্ধারিত রয়েছে।

সন্ধ্যায় চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী তিনটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে—বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইট সন্ধ্যা ৭টা ৫ মিনিটে, এয়ার এরাবিয়ার শারজাহগামী ফ্লাইট রাত ৮টা ৩০ মিনিটে এবং বিমান বাংলাদেশের মাস্কাটগামী ফ্লাইট রাত ১০টায়।

মঙ্গলবার সকালেও মধ্যপ্রাচ্যগামী দুটি ফ্লাইট দেরিতে ছেড়ে গেছে। সকাল ৭টা ৪৫ মিনিটের এয়ার এরাবিয়ার শারজাহগামী ফ্লাইট ছাড়ে প্রায় পৌনে ৯টায়। আর সালাম এয়ারের মাস্কাটগামী ফ্লাইটটি ছাড়ে সকাল ৯টা ৩০ মিনিটে, যা নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!