গ্রিসে গেট চাপা পড়ে বাংলাদেশির মৃত্যু
গ্রিসে কারখানায় কাজ করার সময় লোহার গেট চাপা পড়ে আলী হোসেন নামে এক বাংলাদেশি মারা গেছেন।
সোমবার (১ আগস্ট) সকালে এথেন্স থেকে ৮৩ কিলোমিটার দূরে কোরিন্থসের ইস্তিমু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কারখানায় বড় লোহার গেট তৈরির সময় তা আলী হোসেনের ওপর পড়ে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার জন্য দূতাবাসের কাছে অনুরোধ জানিয়েছে আলী হোসেনের পরিবার।
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের নূর আলম চৌধুরী ছেলে আলী হোসেন দেড় বছর আগে ইরাক থেকে তুরস্ক হয়ে গ্রিসে পাড়ি দেন।