গাঁজার উপাদান থাকায় যে ক্যান্ডি নিষিদ্ধ হলো ওমানে

ওমানের কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ খাদ্য নিরাপত্তা ও মান কেন্দ্র এক ধরনের ক্যান্ডি নিয়ে সতর্কতা জারি করে নিষেধাজ্ঞা দিয়েছে। এই ক্যান্ডিতে মাদকদ্রব্য গাঁজার চিহ্ন থাকতে পারে বলে জানানো হয়েছে।

সোমবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, Happy Candy Cola F!zz” (হ্যাপি ক্যান্ডি কোলা ফিজ) নামের কোলা-স্বাদযুক্ত এই ক্যান্ডি টি জার্মানির হারিবো কোম্পানি তৈরি করেছে এবং এটি নেদারল্যান্ডস থেকে এসেছে। পণ্যের ব্যাচ নম্বর L341-4002307906 এবং এটি জানুয়ারি ২০২৬ পর্যন্ত ব্যবহারযোগ্য। এর ওজন ১০০০ গ্রাম।

নেদারল্যান্ডসের খাদ্য ও ভোক্তা নিরাপত্তা কর্তৃপক্ষ এই পণ্যে গাঁজার উপস্থিতির ইঙ্গিত পাওয়ার পর ওমানেও এই সতর্কতা জারি করা হয়েছে।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

ওমান সরকার বলেছে, এই ক্যান্ডিটি যেন আর বাজারে না থাকে এবং দেশে যেন এটি আর প্রবেশ করতে না পারে, সে জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এরই মধ্যে পণ্যটি কিনেছেন, তাদেরকে তা না খাওয়ার এবং যত দ্রুত সম্ভব নষ্ট করার পরামর্শ দেওয়া হয়েছে।

খাদ্য নিরাপত্তা ও মান কেন্দ্র জানিয়েছে, তারা পুরো বিষয়টি নজরে রেখেছে এবং দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জনগণকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কিছু দেখলে কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!