খারিফ মৌসুমের জন্য প্রস্তুত ওমানের বিমান চলাচল সেক্টর

ওমানের বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ২০২৫ সালের খারিফ মৌসুমকে সামনে রেখে দেশটির বিমানবন্দরগুলো বিশেষ প্রস্তুতি সম্পন্ন করেছে।

এবারের খারিফে সালালাহ আন্তর্জাতিক বিমানবন্দর, প্রথমবারের মতো চালু করতে যাচ্ছে “ড্রাইভ-থ্রু চেক-ইন” পরিষেবা। যাত্রীরা গাড়ি থেকে না নেমেই চেক-ইন, বোর্ডিং পাস গ্রহণ এবং লাগেজ জমা দিতে পারবেন। এটি “ট্রাভেল ইজি” নামের একটি নতুন উদ্যোগের অংশ।

ভ্রমণের ১২ থেকে ৬ ঘণ্টা আগে যাত্রীরা লাগেজ জমা দিতে পারবেন। পরিষেবাটি চলবে ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।

Travelion – Mobile

এছাড়া, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ওমান বিমানবন্দর, ওমান এয়ার ও সালামএয়ার যৌথভাবে ফ্লাইট সংখ্যা ও মান উন্নয়নের কাজ করছে। এর মাধ্যমে যাত্রীদের জন্য আরও আরামদায়ক, নিরাপদ ও আন্তর্জাতিক মানের ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় তারা।

ওমানের গ্রীস্মকালীন স্বর্গ ধোফার
ওমানের গ্রীস্মকালীন স্বর্গ ধোফার

খারিফ মৌসুমের সময় বিমান চলাচলে যেসব পরিবর্তন আসছে:
ওমান এয়ার জুলাইয়ের শুরু থেকে প্রতিদিন ১২টি ফ্লাইট চালাবে।

সালামএয়ার জুনের শেষ থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে, এবং ১০ জুলাই থেকে আগস্টের শেষ পর্যন্ত প্রতিদিন ৮টি পর্যন্ত ফ্লাইট চালাবে।

সোহার-সালালাহ সরাসরি ফ্লাইট শুরু হবে ১৫ জুলাই থেকে, প্রতিদিন একটি করে ফ্লাইট চলবে।

যাত্রীদের সুবিধার জন্য ভাড়াও নির্ধারিত:

Diamond-Cement-mobile

ওমান এয়ার : ১ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত — ওয়ানওয়ে ভাড়া ৩২ রিয়াল, রিটার্ন ৫৪ রিয়াল থেকে শুরু।

সালামএয়ার : ওয়ানওয়ে ভাড়া ৩০ রিয়াল, ফিরতি ৪৮ রিয়াল, থেকে শুরু।

যাত্রী চাহিদা মেটাতে উভয় এয়ারলাইন্স আসন সংখ্যা বাড়িয়েছে:

ওমান এয়ার অতিরিক্ত ৭০,০০০ আসন, যা গত বছরের তুলনায় ১৬% বেশি।

সালামএয়ার আসন সংখ্যা ৫৮% বৃদ্ধি করে প্রায় ১,৭৬,০০০ আসন বরাদ্দ করেছে।

ওমান সরকার আশা করছে, এসব উদ্যোগ ও উন্নয়ন দেশের পর্যটন অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং ওমানকে একটি আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে আরও জনপ্রিয় করে তুলবে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!