ক্যালিফোর্নিয়াপ্রবাসী বিশেষজ্ঞ শেখ মইনউদ্দিন হলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

দেশের অবকাঠামো খাতে গতি আনতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পরিবহন বিভাগের নিরাপত্তা ও পরিচালনা প্রধান শেখ মইনউদ্দিনকে।

আজ (৫ মার্চ) প্রতিমন্ত্রী পদমর্যাদায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে শেখ মইনউদ্দিনের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শেখ মইনউদ্দিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পরিবহন বিভাগের নিরাপত্তা ও পরিচালনা প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান কর্মস্থল ত্যাগ করবেন বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

Travelion – Mobile

যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ মইনউদ্দিনের অবকাঠামো খাতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। লস অ্যাঞ্জেলেসের পাবলিক সেক্টরে বিলিয়ন ডলারের অবকাঠামো প্রকল্প পরিচালনায় তার ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।

Diamond-Cement-mobile

২০১৬ সাল থেকে ক্যালিফোর্নিয়ার নিরাপত্তা ও পরিচালনা বিভাগে প্রোগ্রাম ও প্রকল্প ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলে। ২০২৩ সালে একই বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন।

লুইসিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে শেখ মইনউদ্দিনের । লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছেন।

শেখ মইনউদ্দিন আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের সভাপতি।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!