কেরালা বিমান দুর্ঘটনা : ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার, চলছে কারণ অনুসন্ধান

১৯১ যাত্রী নিয়ে ভারতের কেরালার কোজিকড় বিমানবন্দরের রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে যাওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজের ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করা হয়েছে।

ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার-দু’টি উদ্ধার হওয়ায় ভয়াবহ এই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।

ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশনে (ডিজিসিএ) এর এক কর্মকর্তা জানিয়েছেন, উড়োজাহাজের ভিতর থেকেই ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার হয়েছে ৷ পাশাপাশি খাদে পড়ে দু’ টুকরো হয়ে যাওয়া বিমানটির ফ্লোরবোর্ড কেটে ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়েছে৷ শনিবার সকালেই এগুলো উদ্ধারকারীদের হাতে আসে৷

Travelion – Mobile

শুক্রবার রাতে কোজিকড়ের কারিপুর বিমানবন্দরে অবতরণের সময় দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজেটি রানওয়ে থেকে ছিটকে খাদে গিয়ে পড়ে৷ ভয়াবহ এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ ৷ নিহতদের মধ্যে পাইলট এবং কো-পাইলটও রয়েছেন৷ প্রায় ১৫০ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা চলছে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে৷

দুর্ঘটনার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স-১৩৪৪ ফ্লাইটটির অবস্থান, গতিতে কোনো অস্বাভাবিকতা ছিল কি না, পাইলট এবং কো-পাইলটের মধ্যে কী কথোপকথন হয়েছিল, সেই যাবতীয় তথ্য এই দু’টি রেকর্ডার থেকে পাওয়া যাবে৷ যা দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সাহায্য করবে৷ তদন্তের প্রয়োজনে উদ্ধার হওয়া ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার- দু’টি দিল্লিতে পাঠানো হচ্ছে৷

তদন্তের জন্য এ দিন সকালেই ডিজিসিএ, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের শীর্ষ কর্মকর্তারা কোজিকড় পৌঁছেছেন৷ বিমানযাত্রী এবং বিমানকর্মীসহ মোট ১৯০ জনকে নিয়ে শুক্রবার দুবাই থেকে কারিপুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বোয়িং-৭৩৭ বিমানটি৷

ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন, প্রবল বর্ষণের মধ্যে প্রথমবারের চেষ্টায় কারিপুর বিমানবন্দরে অবতরণে ব্যর্থ হন পাইলট৷ এর পর উড়োজাহাজটির মুখ ঘুরিয়ে অন্য দিক দিয়ে অবতরণের চেষ্টা করেন তিনি৷ তার পরই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা৷

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!