কুয়েতে ‘প্রবাসীর জীবন’ বইয়ের মোড়ক উন্মোচন

কুয়েতে প্রবাসী লেখক আ ক ম আজাদের লেখা ‘প্রবাসীর জীবন’ বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা । অনুষ্ঠান। দি পাথফাইন্ডার পাবলিকেশন্স থেকে প্রকাশিত এই বইয়ে লেখক তুলে ধরেছেন প্রবাস জীবনের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম, সাফল্য ও নানা চ্যালেঞ্জের কথা।

সোমবার (২৭ আগস্ট) কুয়েতের আব্বাসিয়ার জমজম হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করে প্রধান অতিথি বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন ন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটির সংগঠক ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন সিদ্দিকী, এবং সঞ্চালনা করেন দি পাথফাইন্ডার পাবলিকেশন্সের পরিচালক আমির হোসেন।

Travelion – Mobile

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিমানবন্দর বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক কামাল হোসেন, অনির্বাণ শিল্পগোষ্ঠীর পরিচালক মোহাম্মদ শামসুদ্দোহা, এবং ফ্যামিলি ফোরাম কুয়েতের সভাপতি আব্দুল হাই ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা রাশেদুল ইসলাম, আরিফ হোসেন, মো. জালাল উদ্দিন, আল-আমিন সরকার, মোহাম্মদ সেলিম, সাদেক রিপন, মো. বেলাল হোসেন, পেয়ার আহমেদ, বাবুল দাস, শাহ্ করিম, মো. মহিউদ্দিনসহ আরও অনেকে।

Diamond-Cement-mobile

‘প্রবাসীর জীবন’ বইটিতে প্রবাসীদের সাফল্য ও ব্যর্থতার গল্পের পাশাপাশি দেশ ও প্রবাসে তাদের সমস্যা, সম্ভাবনা, অধিকার এবং নিরাপত্তা বিষয়ে বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে।

এছাড়া প্রবাসে সফল হওয়ার দিকনির্দেশনা ও বাস্তব প্রয়োগ নিয়েও বিস্তারিত আলোচনা রয়েছে বইটিতে।

বক্তারা আশা প্রকাশ করেন, এই বই প্রবাসী পরিবার, সমাজ ও রাষ্ট্রের মধ্যে এক নতুন চিন্তার সেতুবন্ধন তৈরি করবে।

height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F835700779414976%2F&show_text=false&width=267&t=0″ width=”267″ height=”476″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”>

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!