কুয়েতে ট্রাফিক আইন ভাঙার ঘটনা এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার আগের তুলনায় অনেক কমেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (MoI) এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ট্রাফিক আইন কার্যকর হওয়ার পর এসব পরিবর্তন দেখা যাচ্ছে।
মন্ত্রণালয়ের নিরাপত্তা মিডিয়া বিভাগের বিবৃতিতে জানানো হয়, কড়া নজরদারি ও প্রচারের কারণে মানুষ এখন ট্রাফিক নিয়ম আরও বেশি মানছে। ফলে দুর্ঘটনা ও আইন লঙ্ঘনের হার কমেছে।
ক্যামেরায় ধরা কমেছে ৮৩ শতাংশ ট্রাফিক লঙ্ঘন
পরিসংখ্যানে দেখা গেছে, ট্রাফিক ক্যামেরায় ধরা পড়া আইন লঙ্ঘনের হার ৮৩ শতাংশ কমেছে। আগের বছর এই সময় যেখানে ১ লাখ ৬৮ হাজার ২০৮টি লঙ্ঘনের ঘটনা রেকর্ড হয়েছিল, সেখানে এবার তা নেমে এসেছে ২৮ হাজার ৪৬৪টিতে। এর মধ্যে বেশি ছিল দ্রুত গতিতে গাড়ি চালানো ও লাল বাতি অমান্য করার ঘটনা।
সিটবেল্ট না পরা ও মোবাইল ব্যবহারে ৭৫% হ্রাস
সিটবেল্ট না পরা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার মতো অপরাধ ৭৫ শতাংশ কমেছে। নতুন আইন চালুর পর প্রথম মাসে এসব লঙ্ঘনের সংখ্যা ছিল ২২ হাজার ৫৭৪টি, যা আগের মাসে ছিল ৮৯ হাজার ১৫৩টি।
দুর্ঘটনায় মৃত্যু ৫৫ শতাংশ কমেছে
সবচেয়ে বড় সাফল্য হলো, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমেছে ৫৫ শতাংশ। চলতি বছরের মে মাসে মৃত্যুর সংখ্যা ছিল ১০ জন, যেখানে গত বছর একই মাসে তা ছিল ২২ জন।
মন্ত্রণালয় বলেছে, এই উন্নতিগুলো নতুন ট্রাফিক আইন ও স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থার কারণে সম্ভব হয়েছে। সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়েছে—সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ