কুয়েতে চাঁদাবাজির অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার, চক্রের খোঁজে পুলিশ (ভিডিও)
কুয়েতে চাঁদাবাজির অভিযোগে এক প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ।
তিনি জিলিব আল-শুয়েখ এলাকায় প্রবাসী শ্রমিকদের হয়রানি না করার শর্তে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সংঘবদ্ধ একটি চক্র প্রবাসীদের দুর্বলতা ও অনিয়মিত অবস্থানকে কাজে লাগিয়ে ফুটপাতে ব্যবসা করা শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করছে।
তদন্তের অংশ হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি কৌশলগত অভিযান পরিচালনা করে। এ সময় এক বাংলাদেশিকে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমাজের শান্তি ও নিরাপত্তা বিনষ্টকারী যেকোনো অপরাধীর বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে। পাশাপাশি, সন্দেহজনক বা অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কে তথ্য জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ