কুয়েতে গৃহকর্মীদের আকামা পরিবর্তনে বড় সুযোগ আসছে

কুয়েতের গৃহকর্মীদের (২০ নম্বর) ভিসা পরিবর্তন করে বেসরকারি খাতে (১৮ নম্বর) নেওয়ার পরিকল্পনা করছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বুধবার (২৬ জুন) কুয়েত নিউজ এজেন্সির বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও গণমাধ্যমবিষয়ক বিভাগ ২০২৩-২০২৪ অর্থবছরে জনশক্তি আমদানির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে। বৈঠকে নেতৃত্ব দেন কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ।

বৈঠকে শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ বেসরকারি খাতে (ভিসা ১৮) কাজের ভিসায় গৃহকর্মী ভিসা (ভিসা ২০) স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নেওয়ার জন্য একটি খসড়া আইন প্রস্তুত করাতে জনশক্তি কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছেন।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

ওই বৈঠকে শ্রম অভিবাসন খাতকে গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান নীতি নিয়ে আলোচনা হয়। তবে ঠিক কবে নাগাদ এই আইন বাস্তবায়ন হবে তা উল্লেখ করা হয়নি।

কুয়েতে গৃহকর্মী ভিসায় প্রায় লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি রয়েছেন। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন খাদেম বা গৃহকর্মী ভিসা থেকে শন বা বেসরকারি খাতে ভিসা পরিবর্তনে। কুয়েত সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে উপকৃত হবেন প্রবাসীরা।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!