কুয়েতে ক্রিকেট খেলার মাঠ পেলেন প্রবাসী বাংলাদেশিরা
গ্রাউন্ড সংকটের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ ছিল বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের ক্রিকেট খেলা। কুয়েতে আল রাই অঞ্চলে নতুন দুটি ক্রিকেট গ্রাউন্ড ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনদের টি-১০ টুর্নামেন্টের মধ্য দিয়ে উদ্বোধন হলো এই তিনটি ক্রিকেট গ্রাউন্ড। এতে কুয়েতে ক্রিকেট প্রেমীদের মাঝে আবারও ফিরে আসে উৎসাহ উদ্দীপনা।
কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় দিবসসহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে বেশ সাড়া জাগিয়েছে। সেসব টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ কুয়েতে বিভিন্ন দেশের প্রবাসীদের ক্রিকেট দল অংশ নেয়। পুরনো ক্রিকেট গ্রাউন্ড বন্ধ এবং নতুন ক্রিকেট গ্রাউন্ড তৈরিতে প্রায় দেড় বছর সময় লাগায় ক্রিকেট অ্যাসোসিয়েশন কার্যক্রম প্রায় বন্ধ ছিল।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সহযোগিতায় উদ্বোধনী টি-১০ প্রীতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের মাধ্যমে মাঠটি উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ এবং ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন।
এ সময় উস্থিত ছিলেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো, হেব্জু মিয়া, ক্রীড়া সংগঠক মো. সারোয়ার, ফখরুল ইসলাম, তামিমসহ আরও অনেকে। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
প্রবাসী বাংলাদেশিদের ১২টি দলের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনরা দুটি দলে ভাগ হয়ে খেলায় অংশ নেয়। টসে জিতে ভাইস ক্যাপ্টেন গ্রুপ পাঁচ উইকেটের বিনিময়ে ১১২ রানের টার্গেত দেয় ক্যাপ্টেন গ্রুপকে। ১০ ওভারে চার উইকেটে ৮৬ ছিয়াশি রান নিলে, ২৬ রানে ভাইস ক্যাপ্টেন দলের কাছে হেরে যায় ক্যাপ্টেন গ্রুপ। খেলায় সর্বোচ্চ ৪৬ রান নিয়ে মোহাম্মদ শরিফ ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়। দীর্ঘদের বছর পর আবার খেলার গ্রাউন্ড পেয়ে আনন্দিত ক্রিকেট প্রেমীরা।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ