কাতার বিএনপির সকল শাখা কমিটি বিলুপ্ত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতার শাখার আওতাধীন সকল শাখা কমিটি ও অঙ্গ সংগঠন বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দলের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় সিদ্ধান্ত মোতাবেক এই ঘোষণা করা হয়।
কাতার বিএনপির সভাপতি আবু ছায়েদ ও সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুর স্বাক্ষরিত সকল শাখা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে পুনর্গঠন করতে ইসমাইল মনসুরকে প্রধান করে ১৩ সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়েছে।
কমিটির বাকি সদস্যরা হলেন, হাবিবুর রহমান, গোলাম সারওয়ার মিশু, বাবুল গাজী, শাহ আলম খন্দকার, আইনুল করিম বাবু, আব্দুর রহিম, সাইন উদ্দিন রুহেল, বাবু খান, মাঈন উদ্দিন, মারুফ হোসেন ও শাহাদাত হোসেন হৃদয়।
এই কমিটি আগামী তিন মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করে সকল শাখা কমিটি পুনর্গঠন করতে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।