পারস্য উপসাগরীয় দেশ কাতারের রাষ্ট্রীয় বিমানসংস্থা কাতার এয়ারওয়েজে ড্লাইট ও হেভি- দু ধরণের যানবাহন চালানোর জন্যই বেশকিছু সংখ্যক ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। আবেদন সরাসরি অনলাইনে করতে হবে।
বর্তমানে কাতারে অবস্থানকারীরাই শুধু এই ক্যাটাগরির ড্রাইভার হিসেবে চাকুরির আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতার মধ্যে ভাল ড্রাইভিং দক্ষতা ও। ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। এছাড়া বিভিন্ন কাজে সমন্বয় দক্ষতা , চাপের মধ্যে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
যাদের ফ্লাইট ক্যাটারিং কোম্পানিতে কাজ করার এবং খাবার সরবরাহের অভিজ্ঞতা রয়েছে, তারা বিশেষভাবে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি যদি ইংরেজি বা আরবিতে মোটামুটি পারদর্শী এবং রাজধানী দোহা এবং আশেপাশের এলাকার রাস্তাঘাট চেনাজানা থাকলে চাকুরি যোগ্যতা হিসেবে প্রাধান্য পাবেন ।
আপনি কাতার এয়ারওয়েজে লাইট ড্রাইভার হিসেবে চাকরির আবেদন করতে আগ্রহী হলে এখানে ক্লিক করুন।
আর যদি আপনি কাতার এয়ারওয়েজে হেভি ড্রাইভার হিসেবে কাজ করতে আগ্রহীহলে –তবে এখানে ক্লিক করুন।
মনে রাখবেন, কাতার এয়ারওয়েজে চাকরির আবেদন করতে কোনো অফিস বা দালালের কাছে যেতে হবে না। আপনি চাইলে নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন। যদি আবেদন করার নিয়মগুলো বুঝতে সমস্যা হয়, তবে অন্য কারও সাহায্য নিয়ে হলেও নিজে আবেদন করুন।