কাতারে হামলা : মাঝ আকাশে বিপাকে দুই বাংলাদেশি ফ্লাইট—জরুরি অবতরণ ওমান ও ভারতে

কাতারের রাজধানী দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর কাতার নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। এতে মাঝ আকাশে থাকা দুইটি বাংলাদেশি ফ্লাইট—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্স—গন্তব্যে পৌঁছাতে না পেরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

সোমবার (২৩ জুন) রাতের এ ঘটনায় ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দোহামুখী বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-৩২৫ ও ইউএস-বাংলার বিএস-৩৩৩ ফ্লাইটটি মাঝ আকাশে ছিল। কাতারের আকাশসীমা বন্ধের তথ্য জানার পর বিমান বাংলাদেশের ফ্লাইটটি ওমানের রাজধানী মাসকাটে এবং ইউএস-বাংলার ফ্লাইটটি ভারতের আহমেদাবাদে জরুরি অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আকাশপথে থাকার সময়ই বিজি-৩২৫ ফ্লাইটটি জানতে পারে, কাতারে অবতরণ সম্ভব নয়। ফলে বিকল্প সিদ্ধান্ত হিসেবে ফ্লাইটটি মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয়। সেখানে জ্বালানি নেওয়ার পর ফ্লাইটটি ঢাকায় ফেরত আসার কথা রয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৩৩ ফ্লাইটটি ভারতের জামনগরের আকাশসীমায় থাকাকালে কাতারের বিমানবন্দর বন্ধ থাকার খবর পায়। তাৎক্ষণিকভাবে পাইলট ফ্লাইটটিকে আহমেদাবাদে অবতরণের সিদ্ধান্ত নেন।

এ ঘটনার পর মধ্যপ্রাচ্যের কুয়েত, বাহরাইনসহ কয়েকটি দেশও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রেখেছিল।

এখন সব দেশের আকাশসীমা খুলে দেওয়ায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়া শুরু করেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!