ওমান এয়ারের বোয়িং বিমানে জ্বালানি সুইচ পরীক্ষা জোরদার

ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার তাদের বহরের বোয়িং ৭৮৭ এবং ৭৩৭ সিরিজের সব উড়োজাহাজের জ্বালানি সুইচ পরীক্ষার পরিমাণ বাড়িয়েছে। এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে, যাতে নিরাপত্তা আরও নিশ্চিত করা যায়।

ওমান এয়ারের প্রধান পরিচালন কর্মকর্তা ক্যাপ্টেন নাসের আল সালমি জানান, আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে এবং যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওমান এয়ারের বহরে বর্তমানে ৮টি বোয়িং ৭৮৭ এবং ২৩টি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ রয়েছে।

Travelion – Mobile

বোয়িং ও মার্কিন ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ (FAA) ইতোমধ্যেই জ্বালানি সুইচের নিরাপত্তা নিশ্চিত করেছে। তবে ওমান এয়ার, ইতিহাদ এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স অতিরিক্ত সতর্কতা হিসেবে এই পরীক্ষা চালাচ্ছে।

এদিকে ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষও একই নির্দেশনা দিয়েছে – ২১ জুলাইয়ের মধ্যে সব বোয়িং ৭৮৭ ও ৭৩৭ বিমানে জ্বালানি সুইচ পরিদর্শন শেষ করতে হবে।

Diamond-Cement-mobile

সম্প্রতি ভারতের এক বিমান দুর্ঘটনার তদন্তে দেখা গেছে, জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ “কাট-অফ” অবস্থায় ছিল। এটি পাইলটের ভুল না যান্ত্রিক ত্রুটি—তা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, এই জ্বালানি সুইচগুলি একটি বিমানের ককপিটে খুবই গুরুত্বপূর্ণ অংশ, যা ইঞ্জিনে জ্বালানির প্রবাহ নিয়ন্ত্রণ করে। এসব সুইচ সাধারণত থ্রটল হ্যান্ডেলের নিচে থাকে এবং দুর্ঘটনাবশত চাপ পড়া রোধ করতে সুরক্ষিত কাঠামোতে আবদ্ধ থাকে।

সূত্র : টাইমস অব ওমান

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!