ওমানে স্কুল বাস দুর্ঘটনায় তিন শিশু শিক্ষার্থীসহ ৪ জন নিহত

ওমানের ইজকি প্রদেশে স্কুল বাস দুর্ঘটনায় তিন শিশু শিক্ষার্থী ও বাসচালকসহ মোট ৪ জন নিহত হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনায় আরও ১২ জন শিশু আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রয়েল ওমান পুলিশ (ROP) জানিয়েছে, বুধবার (২ জুলাই) সকাল ৭টা ৪৪ মিনিটের সময় বাসটি ইজকির আল-রুসাইস এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা খায় এবং রাস্তা থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তিন শিশু এবং ২০ বছর বয়সী বাসচালক নিহত হন।

নিহত তিন শিশু শিক্ষার্থীর বয়স যথাক্রমে ৬, ৯ এবং ১০ বছর। তারা একটি বেসরকারি স্কুলের কিন্ডারগার্টেন থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ুয়া বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

Travelion – Mobile

দুর্ঘটনার খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু করে রয়েল ওমান পুলিশ ও জরুরি সেবা বিভাগ। আহতদের মধ্যে দুইজনকে ইজকি হাসপাতালে, ছয়জনকে মাঝারি আঘাত নিয়ে এবং পাঁচজনকে গুরুতর অবস্থায় নিজওয়া রেফারেন্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Diamond-Cement-mobile

ইজকি অঞ্চলের শুরা কাউন্সিল প্রতিনিধি ইউনিস আল মান্ধারি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও প্রকাশ করা হয়নি। তিনি বলেন, “বাসটি একটি স্থির ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। যে সড়কে দুর্ঘটনাটি ঘটেছে তা পাকা ও চলাচলের উপযোগী। এখনও তদন্ত চলছে।”

ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর পরই ইজকি ও নিজওয়া হাসপাতালগুলোতে জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা সক্রিয় করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসা দিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। দুর্ঘটনার পর সব সংশ্লিষ্ট বিভাগকে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দেশ দেওয়া হয়েছে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!