ওমানে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি জসিম পেলেন আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ

ওমানে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে ৮০ হাজার ওমানি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন প্রবাসী বাংলাদেশি জসিম উদ্দিন ।

২০২১ সালে বৈশ্বিক মহামারী করোনার সময় রাজধানী মাস্কাটের রুই এলাকায় সুলতান কাবুস মসজিদের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জসিম উদ্দিন।

৩ মাসেরও বেশি সময় ওমানে চিকিৎসার পর দেশে ফিরে যান তিনি।

Travelion – Mobile

জসিম উদ্দিন জানান, প্রথমে স্থানীয় একটি পক্ষের মাধ্যমে ওমানের আদালতে মামলা করলেও তিনি কোনো প্রতিকার পাননি। দেড় বছর পর জসিমের পক্ষে প্রবাসী নিকটাত্মীয়রা মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের শরণাপন্ন হন। দূতাবাসের শ্রম উইং আইনজীবীর মাধ্যমে নতুন করে আদালতে মামলা করে। দুই বছর আইনি লড়াইয়ের পর ক্ষতিপূরণ পান জসীম।

Diamond-Cement-mobile

১৬ মার্চ দুবাংলাদেশ দূতাবাসে জসিম উদ্দিনের পরিবারের কাছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজিম।

এ সময় দূতাবাসের শ্রম কাউন্সেলর রাফিউল ইসলাম প্রবাসে কর্মরত বাংলাদেশিদের যেকোনো দুর্ঘটনা বা আইনি জটিলতায় দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান।

ওমানের আরও খবর :
ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পাশে থাকবে নতুন রাষ্ট্রদূত
ওমানে বৃহত্তর নোয়াখালী উইংয়ের ব্যতিক্রমী ইফতার
ওমানে প্রবাসী সম্প্রদায়ের বৃহত্তম ইফতারে ৫,০০০ এরও বেশি মানুষ
ওমানে পর্বতচূড়ায় ব্যতিক্রমী ইফতার
মাস্কাটের শাংরি-লায় রমজানের স্মরণীয় ২০ বছর
ওমানে পানির ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ বাংলাদেশির মৃত্যু

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!