ওমানে চিকিৎসকদের বিরল কৃতিত্ব : প্রবাসীর কাটা হাত-আঙুল পুনরায় জোড়া

ওমানের খুওলা হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে একজন প্রবাসী কর্মীর শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি হাত ও দুটি আঙুল সফলভাবে পুনরায় জোড়া লাগিয়েছেন। কর্মস্থলে দায়িত্ব পালনকালে এক দুর্ঘটনায় ওই প্রবাসী কর্মীর হাত ও আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ওমানের চিকিৎসাব্যবস্থায় এ ধরনের অপারেশনকে এক উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।

বিচ্ছিন্ন হাত ও আঙ্গুল জোড়া রাগানোর এই বিরল ও জটিল সার্জারি প্রায় ১৪ ঘণ্টা ধরে চলে, যার নেতৃত্ব দেন খুওলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন এবং হাত ও মাইক্রোসার্জারি বিভাগের প্রধান ডা. আহমেদ বিন মোহাম্মদ আল ওয়াহাইবি।

Travelion – Mobile

ডা. ওয়াহাইবি জানান, এই সফল অস্ত্রোপচারের পেছনে দুটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে—ঘটনার পরপরই দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া, এবং আন্তর্জাতিক নিয়ম মেনে কাটা হাত ও আঙুল সঠিকভাবে সংরক্ষণ করা।

তিনি আরও বলেন, “রোগীকে দ্রুত খুওলা হাসপাতালের রিপ্লান্টেশন সেন্টারে নিয়ে আসা হয়েছিল, যার ফলে হাতের স্পর্শ ও নড়াচড়ার ক্ষমতা ফিরিয়ে আনার সুযোগ তৈরি হয়।”

Diamond-Cement-mobile

সার্জারির সময় চিকিৎসক দল হাড় ঠিকভাবে স্থাপন, ক্ষতিগ্রস্ত টিস্যু বাদ দেওয়া, রক্তনালী, ধমনী ও লিগামেন্ট সেলাই করার মতো সূক্ষ্ম কাজ মাইক্রোস্কোপের নিচে সম্পন্ন করেন। এতে ওমানের চিকিৎসাক্ষেত্রে উচ্চমানের দক্ষতা এবং প্রযুক্তির অগ্রগতি প্রতিফলিত হয়েছে বলে তিনি মনে করেন।

অস্ত্রোপচারের পর রোগীর অবস্থা স্থিতিশীল থাকে এবং সংক্রমণ বা রক্ত জমাট বাঁধার মতো জটিলতা দেখা যায়নি। প্রাথমিকভাবে হাতের স্পর্শ ও নড়াচড়া ফিরে আসার লক্ষণও দেখা যাচ্ছে। এরপর রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

ডা. ওয়াহাইবি কর্মস্থলে নিরাপত্তা বিধি মেনে চলার ওপর জোর দেন। তিনি বলেন, “মেশিন চালানোর সময় সুরক্ষামূলক পোশাক পরা, যন্ত্র বন্ধ রেখে রক্ষণাবেক্ষণ করা, এবং নিরাপত্তা নিয়ম মেনে চলা কর্মীদের জন্য অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে দ্রুত প্রাথমিক চিকিৎসা, কাটা অংশ সঠিকভাবে সংরক্ষণ, এবং দ্রুত বিশেষায়িত কেন্দ্রে রোগীকে নেওয়া — এই তিনটি বিষয় জীবন ও অঙ্গ রক্ষা করতে পারে।”

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!