ওমানের ধোফার অঞ্চলের খারিফ মৌসুমের সময় নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে প্রবাসী কর্মী আনার জন্য অস্থায়ী ওয়ার্ক পারমিট (আকামা) দেওয়া হবে।
বুধবার এ ঘোষণা দিয়ে ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ধোফার গভর্নরেটে অবস্থিত তার অধিদপ্তরের মাধ্যমে, বহুল প্রতীক্ষিত ধোফার খারিফ মৌসুমে নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠানগুলির জন্য অস্থায়ী ওয়ার্ক পারমিটের (আকামা) প্রাপ্যতা ঘোষণা করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, এই পদক্ষেপের লক্ষ্য হল পর্যটনের এই শীর্ষ সময়কালে (খারিফ মৌসুম) জনবলের বর্ধিত চাহিদা মেটাতে নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে একটি আইনি পথ প্রদান করা।
অস্থায়ী আকামার এ সুবিধা, অবৈধ প্রবাসী কর্মী নিয়োগের জন্য লঙ্ঘন ও জরিমানা এড়ানো এবং খরিফের সময় ধোফার পৌরসভারদেওয়া অস্থায়ী কার্যক্রমগুলিকে সহায়তা করবে,যাতে অঞ্চলের আতিথেয়তা, খুচরা বিক্রেতা এবং পরিষেবা খাতের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত হয়।
এছাড়াও এ উদ্যোগ ধোফার গভর্নরেটে পর্যটন অবকাঠামোর চলমান উন্নয়নের পরিপূরক, যেখানে ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়, ধোফার পৌরসভা এবং ওমরান গ্রুপের সহযোগিতায় বেশ কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, যার মধ্যে রয়েছে ভিউপয়েন্ট, ওয়াটারফ্রন্ট উন্নয়ন এবং বিনোদনমূলক পার্ক।
|
উল্লেখ্য, জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রের তথ্য অনুসারে, গত বছর ধোফারে খারিফ মৌসুমে প্রায় সাড়ে ১০ লাখ দর্শনার্থী হয়েছিল, যা ২০২৩ সালের একই সময়ের ৯,৬২,০০০ দর্শনার্থীর তুলনায় ৯ শতাংশ বৃদ্ধি।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ